School History

Picture

কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৭০ সালের ১৩ জানুয়ারী কোদন্ডা জুনিয়র বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের নিরলস পরিশ্রম, আর্থিক সহায়তায় এবং আশারাম মন্ডলের পরিত্যক্ত জমিতে বিদ্যালয়টি স্থাপিত হয়।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বিদ্যালয়ের কার্যক্রম স্থগিত থাকে। পরবর্তীতে রঘুনাথ মন্ডল ৭৬ শতক জমির দানপত্র প্রদান করেন।আরও কয়েকজন ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করা হয়।বর্তমান বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ১.৬৪ একর। প্রতিষ্ঠাকালীন প্রধানশিক্ষক বাবু রনজিৎ কুমার দাশ বিদ্যালয়টি একটি ভাল অবস্থানে নিয়ে আসেন।পরবর্তীতে মনীন্দ্রনাথ বসাক এর সময় বিদ্যালয়টি জেলার অন্যতম নামকরা বিদ্যালয়ে পরিণত করেন। বসাক বাবুর অবসরের পর বিদ্যালয়টির ঐতিহ্য ও সুনাম কিছুটা ম্লান হলেও বর্তমান প্রধানশিক্ষক শক্তহাতে হাল ধরে বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম পুনরুদ্ধারে সচেষ্ট আছেন।